আমার ঠাম্মা পারেনা এমন কোন কাজ নেই। সেই কোন যুগে, 1963 সালে স্নাতকোত্তর মানে মাস্টার্স করে ফেলেছিল। তারপর চারপাশের লোকেদের ব্যাঁকা কথা, চোখ টাটান উপেক্ষা করে সংসারের হাল ধরতে চাকরি। ঠাম্মা খুব অল্প বয়সে বিধবা।তাই লোকেদের কথা আরও হত।কিন্ত শ্বাশুড়ী আর শ্বশুরবাড়ীর আশীর্বাদে ঠাম্মা নির্ভয়ে যেত হাইস্কুলে পড়াতে। কালের নিয়মে ঠাম্মা অবসর নিল। তথন পড়া […]
