কুট্টিকুটুম ছোট্ট এইটুকুন মেয়ে বয়েস সবে হয়েছে আট মাস।তোমরা বড়রা ভাবতেই পার এটা কিছুই না।কাট্টিমের কাছে কিন্তু এটা আটশ বছরের সমান। এইটুকু চেহারা, এখনও চলতে পারেনা,বলতে পারেনা– তাই বলে কি পৃথিবী দেখবে না? তখন কুটুম আরও ছোট ছিল, মাকে ডাকত। চ্যাঁ চ্যাঁ করলেই মা বুঝতে পারত।কাটুম তখন খেত আর ঘুমাত। মায়ের বুকের মধ্যে গুজি সুজি […]
